ডেস্ক: সিলেটে নির্বাচনে হেরে টাকা ফেরত চেয়ে ৬৬ জন ভোটারের বিরুদ্ধে মামলা করেছেন মুজিবুর রহমান নামে এক প্রার্থী।
রোববার সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন তিনি। মুজিবুর পেশায় আইনজীবী।
বাদীপক্ষের আইনজীবী দেব্রত চৌধুরী লিটন বলেন, আড়াই মাস আগে হওয়া সিলেট জেলা পরিষদ নির্বাচনে হেরে টাকা ফেরত চেয়ে ভোটারদের বিরুদ্ধে মামলা করেন অ্যাডভোকেট মুজিবুর রহমান। মামলাটি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত।
জানা গেছে, গত ১৭ অক্টোবর সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন করেন মুজিবুর রহমান। নির্বাচনে জেতার আশায় ভোটারদের বিভিন্ন অংকের টাকা দেন তিনি। কিন্তু জয়লাভ করতে পারেননি। পরে টাকা ফেরত চেয়েও পাননি। অবশেষে টাকা ফেরত পেতে আদালতে মামলা করেন। তবে এজাহারে টাকার বিনিময়ে ভোটের বিষয়টি উল্লেখ করেননি তিনি।