বাংলার খবর২৪.কম : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী সায়েমকে (৩৫) গ্রেফতার কালে পুলিশ ও মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের সংঘর্ষে ৭ পুলিশসহ ২০ জন আহত হয়েছে।
শনিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার আরধীপাড়া এলাকার নাপিত বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, সেকেন্ড অফিসার মোস্তাফিজুর রহমান ও এএসআই মো. শওকতসহ পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আরধীপাড়া এলাকায় অভিযান চালিয়ে সায়েমকে আটক করে। মাদক-হত্যাসহ একাধিক মামলার আসামি সায়েমেরে সহযোগীরা এসময় তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে এ সংঘর্ষ বাধে।
সূত্র আরো জানায়, ঘটনার সংবাদ পেয়ে শ্রীনগর থানার ১৫/২০ জনের একটি টিম ঘটনা স্থলে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা মাইকিং করে লোকজন জড়ো করে পুলিশের উপর হামলা চালায়। হামলায় সেকেন্ড অফিসার এসআই মোস্তাফিজুর রহমান, এসআই মিজান, এএসআই আরফান, এএসআই শওকত, রাকিব, আশরাফ ও কনস্টেবল নজরুল আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত সেকেন্ড অফিসার মোস্তাফিজুর রহমান, এএসআই শওকত, আরফান ও কনস্টেবল নজরুলকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান; মো. সায়েমসহ ২০/২৫ জনের নামে মামলা প্রস্তুত করা হচ্ছে। মামলায় অজ্ঞাত আরো ১০ জন রয়েছে। এ ঘটনায় শরিফ (২৬), টিটু হোসেন (১৯) শাহিন হোসেন (২২) ও আজিজ শেখ (৪৫) নামে চার জনকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে ৬ পিচ ইয়াবা ট্যাবলেট, ২ পিচ ফেনসিডিলসহ বিপুল পরিমাণ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকসহ কর্তব্যরত পুলিশের উপর হামলা করায় কয়েকটি মামলার প্রস্তুতি চলছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান