মোঃ আঃ রাজ্জাক: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা দোলাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার অনুমানিক রাত ১টার দিকে বড়খাতা দোলাপাড়া সীমান্তের ৮৮৮ নাম্বার মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তিদের লাশ বাংলাদেশে এনেছেন নিহতদের সাথে থাকা অপর সঙ্গীরা রা।
স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে নিহত ব্যাক্তিরা ভারতীয় গরু চোরাচালানের সাথে যুক্ত ছিলেন।
নিহত ব্যক্তিরা হলেন হাতীবান্ধা উপজেলার বড়খাতা দোলাপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে, মংলু মিয়া ও ফকিরপাড়া গ্রামের হাফি মিয়ার ছেলে সাদিক হোসেন।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়,বাংলাদেশ থেকে প্রায়২০ জনের একটি দল ভারতীয় গরু চোরাপথে আনার জন্য ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। বৃহস্পিতবার রাত আনুমানিক ১ টার দিকে ভারতের বারোঘরিয়া এলাকায় টহলরত বিএসএফ এর একটি দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে । এতে দুই বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হলে সহকর্মীরা তাদেরকে বাংলাদেশে নিয়ে আসেন।
পরিবার সূত্রে জানা গেছে ,লাশ তাদের বাড়িতে আছে স্থানীয় লোকজন এবং বিডিআর সদস্যরা লাশ দুটি দেখতে এসেছিলেন।
হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহা আলম জানান, নিহত দুই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানোন হয়েছে। তারা দুজনে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তবে তাদের মৃত্যু বিএসএফের গুলিতে হয়েছে কিনা সে বিষয়ে বিজিবি বলতে পারবে।
তবে ৬১ বিজিবি ব্যাটালিয়নের বড়খাতা ক্যাম্পের বিজিবি এ ব্যাপারে এখন পর্যন্ত
কোন মন্তব্য করতে রাজি হয়নি।