ডেস্ক : শুক্রবার সকালে কুড়িগ্রামে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়
কুড়িগ্রামে প্রতিদিন ভোররাত থেকে সকাল পর্যন্ত তাপমাত্রা কমছে। এতে জন দুর্ভোগ বেড়ে চলেছে।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তুহিন মিয়া জানান, শুক্রবার সকালে কুড়িগ্রামে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিন কর্মজীবী ও শ্রমজীবীদের অনেকেই কাজের জন্য বের হতে পারেনি।
ঘন কুয়াশার কারণে অনেক বেলা হলেও সড়কে হেডলাইট জ্বালিয়ে চলে যানবাহন।
কুড়িগ্রাম জেলায় ছোট-বড় ১৬টি নদ-নদী অববাহিকায় ৪০৫টি চর-দ্বীপ রয়েছে। এসব চরের মানুষ অতিরিক্ত শীতের কারণে কষ্টে রয়েছে। রোদ না হওয়ায় সময় মতো কাজে যোগ দিতে পারছেন না চরে বসবাসরত শ্রমিক-খেটে খাওয়া মানুষ।