মোঃ আঃ রাজ্জাক লালমনিরহাট:ভারতীয় সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় বিরল প্রজাতির দুটি বড়ো বানর লালমনিরহাটের আদিতমারী উপজেলার সীমান্তবর্তী দুর্গাপুর ইউনিয়নের মধ্যে ঢুকে পড়ে।
শটিবাড়ি ও পূর্ব দিগলটারীর অনিল ডাক্তারের এলাকায় গত রবিবার থেকে অবস্থান করছে মাঝে মধ্যে এলাকা পরিবর্তন করছে বানর দুটি অনেক সময় বড়ো গাছ বাঁশ বাগানের ভিতরে ও বসত ভিটা সহো লোকালয়ে ঢুকে পড়ছে বানর। প্রথমে গত রবিবার সকালে বানর দুটি দেখতে পায় স্থানীয়রা। সারাদিন ধরে বিরল প্রজাতির বানর দুটি ওই এলাকার বিভিন্ন বাড়ির আঙিনা ও বাগানের মধ্যে ঘোরাফেরা করেছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত শটিবাড়ি হাঁসের ডিগি এলাকায় রাস্তার সংলগ্নন একটি বড় গাছের ডালের উপরে অবস্থান করছিলো একটি বানর।
এলাকাবাসী বিভিন্ন কৌশল অবলম্বন করেও বানর দুটিকে ধরতে পারেনি। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে কয়েকশত নারী-পুরুষ বানর দুটিকে এক নজর দেখার জন্য ভিড় করে।
স্থানীয় আব্দুল আব্দুল ওহাব, ওবায়দুল, ও , জ্যোতিষ চন্দ্র বর্মন বলেন সকালে হঠাৎ করে বানরটিকে আমরা দেখতে পাই। ধরার অনেক চেষ্ঠা করি। কিন্তু পারিনি, এখন গোটা ইউনিয়নে বানরের খবরটি ভাইরাল হয়ে পড়েছে।
লালমনিরহাট জেলার বন বিভাগের ভারপ্রাপ কর্মকর্তা আনিছুর রহমান বলেন, আমরা বানর ধরবো কিভাবে গত চার দিন আগে হাতীবান্ধাায় একটি বানর দেখা গিয়েছিলো, আমরা ধরে নিয়ে এসে হাতিবান্দা বনে ছেড়ে দিয়েছি বন থেকে বেরিয়ে আবার লোকালয়ে চলে গিয়েছে ।যেহেতু এগুলো মুক্তভাবে চলাফেরা করে তাই ধরার প্রয়োজন নেই খাবারের সন্ধানে বানরগুলো ভারত থেকে এসেছে।
আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার জি,আর সারোয়ার আলম বলেন খোঁজ নিয়ে ব্যাবস্থা গ্রহন করবো।