বাংলার খবর২৪.কম : উদ্ধার করা হলো মেঘনা নদীতে অপহৃত ২৮ জন জেলেকে। এসময় জলদস্যুদের সঙ্গে পুলিশের গুলি বিনিমিয়ের ঘটনা ঘটেছে।
শনিবার বিকেল থেকে নদীর বিভিন্ন মোহনায় অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করে পুলিশ। এর আগে শনিবার দুপুরে মেঘনা নদীতে মাছ ধরতে যাওয়া ২৮ জেলেকে নৌকাসহ অপহরণ করে নিয়ে যায় জলদস্যু বাহনী। বিষয়টি তারা পুলিশকে অবহিত করার পর সমিতির নেতাদের সঙ্গে নিয়ে অভিযানে নামে পুলিশ।
অপহৃত জেলেদের উদ্ধারে পুলিশ ঠেঙ্গার চরে অভিযান চালায়। বিকেল ৪টার দিকে বনের ভেতর আত্মগোপনে থাকা দস্যুদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়। পরে এক পর্যায়ে অপহৃতদের উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান