মোঃ আঃ রাজ্জাক লালমনিরহাট:লালমনিরহাট জেলা শহর থেকে প্রায় ৯ কিলোমিটার উত্তরে পরিত্যক্ত পুরাতন দিনহাটা মোগলহাটবস্থল বন্দরটি পুনারায় চালুর বিষয়ে আশ্বাস দিয়েছেন মাননীয় সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব শাহরিয়ার আলম। এই স্থানটি সরেজমিনে গিয়ে দেখে আসেন তিনি।
গত মঙ্গলবার ১৮ ডিসেম্বর দুপুরের দিকে লালমনিরহাট চেম্বার অব কর্মাস ইন্ডাস্ট্রি এবং লালমনিরহাট পৌরসভার যৌথ আয়োজনে চেম্বার ভবনে সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে মাননীয় সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব শাহরিয়ার আলম বলেন,উত্তরবঙ্গ দেশের শস্য ভান্ডার হিসেবে পরিচিত।এলাকার কৃষি পন্যকে রিভাইন করে উচ্চ মুল্যে বাজারজাত করলে জেলার আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন হবে।ইতোমধ্যে জেলায় ইকোনোমিক জোন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন বিশ্ববিদ্যালয়, আর্মি এভিয়েশন নিয়ে ব্যাপক কর্মযজ্ঞ চলমান রয়েছে।
তিনি মুলত ব্যক্তিগত সফরে লালমনিরহাটে এসেছেন চার্চ অব গড উচ্চ বিদ্যালয়েরর প্লাটিনাম জুবলি অনুষ্ঠানে। তার বাবা লালমনিরহাটে রেলের চাকুরী করার সুবাদে তিনি চার্চ অব গড উচ্চবিদ্যালয়ে পড়াশোনা করেছেন।
বর্তমানে তিনি রাজশাহী ৬ আসন থেকে নির্বাচিত হয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়ীত্ব পালন করছেন।
উক্ত শেষে পৌরসভা ও চেম্বার অব কর্মাসের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মামনা ক্রেস্ট দেয়া হয়।সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান