বাংলার খবর২৪.কম : পবিত্র ঈদ-উল-আযহা, দুর্গাপূজা ও শরৎকালীনসহ টানা ১৯দিন ছুটি শেষে রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে। দীর্ঘ ছুটি শেষে ইতোমধ্যে শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে উপস্থিত হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক ড. নূর-ই-ইসলাম বলেন, দীর্ঘ ছুটির পর কাল থেকে ঢাবির একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে। গত ১২ অক্টোবর ঈদের ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুর হয়।
গত ৩০ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত পবিত্র ঈদ-উল-আযহা, দুর্গাপূজা ও শরৎকালীন ছুটি দেয়া হয়। ১৭, ১৮ অক্টোবর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকার কারণে ছুটি আরো দুই দিন বৃদ্ধি পায়। এছাড়া ঈদ উপলক্ষে ২-১০ অক্টোবর পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান