ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানি সংকট চলছে। বাংলাদেশকেও এ সংকটের মধ্য দিয়ে যেতে হচ্ছে। এমন পরিস্থিতিতে জ্বালানি চাহিদা মেটাতে সৌদি আরবের সমর্থন চেয়েছে বাংলাদেশ।
সোমবার (১২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। এ সময় প্রতিমন্ত্রী এ সহযোগিতা চান।
প্রতিমন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি রাষ্ট্রদূত জানান, জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতা করার বিষয়ে তিনি তার দেশের সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের কাছে বিষয়টি তুলে ধরবেন। বৈঠকে তারা দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন।
সৌদি রাষ্ট্রদূত দুই দেশের চলমান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জনশক্তি, ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্রুত বিকশিত হচ্ছে। তিনি চলতি বছরের নভেম্বরে দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের ফলোআপ সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবিহিত করেন।
প্রতিমন্ত্রী শাহরিয়ার রাষ্ট্রদূতকে জানান, দেশটির যেকোনো সমস্যা বা প্রস্তাব অগ্রসরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে। তিনি সৌদিতে বাংলাদেশিদের শ্রমবাজার এবং হজ-ওমরা ছাড়াও বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে জোর দেন।
সৌদি রাষ্ট্রদূত যুদ্ধবিরতি সত্ত্বেও আরব উপদ্বীপে হুথিদের দ্বারা পরিচালিত সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে শাহরিয়ার আলমকে জানান। রাষ্ট্রদূত সৌদিকে সমর্থন এবং হুথিদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের নিন্দায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। এছাড়া তিনি বহুপাক্ষিক ফোরামে সৌদির প্রতি বাংলাদেশের সমর্থনসহ দ্বিপাক্ষিক সম্পৃক্ততাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান