ডেস্ক: কুমিল্লায় প্রবাসফেরত এক যুবকের শাবলের আঘাতে মা নূরজাহান বেগমের (৫২) মৃত্যু হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে জেলার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের বনশ্রী এলাকায় এ ঘটনা ঘটে।
নূরজাহান বেগম ওই এলাকার কামাল হোসেন ওরফে রাজা মিয়ার স্ত্রী। অভিযুক্ত নূরে আলম সবুজ (৩০) রাজা মিয়া এবং নূরজাহান বেগমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন লালমাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, সবুজ সৌদি প্রবাসী। তার পরিবারের দাবি, সৌদিতে অবস্থানকালে তার মানসিক ভারসাম্যহীনতা দেখা দিলে চিকিৎসার জন্য কিছুদিন আগে বাংলাদেশে পাঠানো হয়। তার চিকিৎসাও চলছিল। শনিবারও তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল। যদিও চিকিৎসার কোনো কাগজপত্র তার পরিবার দেখাতে পারেনি।
শনিবার দুপুরে হঠাৎ পিতা কামাল হোসেন রাজা মিয়া, ভাই আরশাদসহ কয়েকজনকে মারধর করে। পরে পার্শ্ববর্তী নানার বাড়িতে গিয়ে মামা কামরুল মামী, মামাতো বোনকেও মারধর করে। এ সময় লোকজন তাদের রক্ষায় এগিয়ে এলে তোফায়েল হোসেনসহ (৫৫) কয়েকজনকে মারধর করে সবুজ। খবর পেয়ে একপর্যায়ে তার মা এগিয়ে গেলে সবুজের হাতে থাকা শাবল দিয়ে সে মাকে সজোরে কয়েকটি আঘাত করলে মাথা ফেটে ঘটনাস্থলে মারা যান নুরজাহান বেগম।
ওসি আরও বলেন, সবুজকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান