বাংলার খবর২৪.কম: সরকারের বিরুদ্ধে রাজপথে নামার হুমকি দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ।
তিনি বলেন, ‘প্রয়োজন হলে রাস্তায় নামব। তবুও সরকারের ব্যর্থতা জনগণের সামনে তুলে ধরব।’
শনিবার দুপুরে জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে শরীয়তপুর জেলা জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এরশাদ এ হুমকি দেন।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এই সরকার জনগণের জান-মালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তাদের আর ক্ষমতায় থাকার অধিকার নেই।
গুম-খুন আর অপহরণের কারণে বাংলাদেশ এখন বিশ্বে কলঙ্কিত দেশ হিসেবে পরিচিতি পাচ্ছে বলেও মন্তব্য করেন এরশাদ।
তিনি আরো বলেন, ‘আন্দোলন হবে নিয়মতান্ত্রিকভাবে। গাড়িতে আগুন দিয়ে মানুষ মারার রাজনীতি জাতীয় পার্টি করে না। আমরা গাড়ি পোড়াব না, মানুষও মারব না। কিন্তু তুমুল আন্দোলন ঠিকই গড়ে তুলব।’
বিএনপি-জামায়াতের সহিংস আন্দোলনের সমালোচনা করে সাবেক এই স্বৈরশাসক বলেন, ‘আন্দোলনের নামে বিএনপি-জামায়াত মানুষ মেরেছে। তাদের জন্য আল্লাহর আরশ কেঁপে উঠেছে। তাই, দলটি ক্ষমতায় যেতে পারেনি।’
জেলা জাতীয় পার্টির সভাপতি এডভোকেট মাসুদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু. প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান