ডেস্ক: বাংলাদেশের মানুষ এরকম নিপীড়ন নির্যাতনের রাজনীতি কখনো দেখেনি। সুতরাং বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে। তারা এ সরকার থেকে মুক্ত হবে।
শুক্রবার (ডিসেম্বর) যুক্তরাষ্ট্র থেকে ফিরে এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু চৌধুরী।
তিনি বলেন, গ্রেপ্তার করে মারধর করে টিকে থাকা যায় না। কোন দেশের কর্তৃত্ববাদী সরকার টিকে থাকতে পারে নাই পারবে না, বাংলাদেশ কিভাবে টিকবে। জনগণ চায় একটি নির্বাচিত সরকার।
আমারিকা আপনি কেন গিয়েছিলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এশিয়া প্যাসিফিক রাজনৈতিক সংগঠনের একটি অ্যাসোসিয়েশন আছে, সেটার বাৎসরিক মিটিংয়ে আমি গিয়েছি।
এই অ্যাসোসিয়েশন সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির পক্ষ হয়ে আমি প্রতিনিধিত্ব করেছি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান