বাংলার খবর২৪.কম : কয়েকদিন পর থেকে জিম্বাবুয়ে ক্রিকেট দলের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। এর আগে জাতীয় ক্রিকেট দলের কোচ চন্দিকা হাথুরুসিংহে বলেছেন, টেস্ট-ওয়ানডে দুটি সিরিজই জিততে চায় বাংলাদেশ।
শনিবার শেষ হয়েছে ক্রিকেটারদের তিন দিনের প্রস্তুতি ম্যাচটি। এরপর সাংবাদিকদের মুখোমুখী হলে এসব কথা বলেন হাথুরুসিংহে।
জিম্বাবুয়ে সিরিজের প্রত্যাশা সম্পর্কে তিনি বলেন, ‘আমরা সিরিজ জিততে চাই। এবং সেজন্য আমারা প্রস্তুত। আর হোম কন্ডিশনে খেলা হওয়ায় আমরা পুরোপুরি এর সুবিধা নিতে পারবো। তবে আমার মনে হয়, মাঠের লড়াই অনেক কঠিনই হবে। কারণ জিম্বাবুয়ে হোম কন্ডিশনে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলের সঙ্গে খেলে এসেছে।’
জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি হিসেবে একটি তিনদিনের ম্যাচ খেলেছে ক্রিকেটাররা। প্রস্তুতি ম্যাচটি কোনো হলো; এমন প্রশ্নে হাথুরুহিসংহে বলেন, ‘প্রস্তুতি ম্যাচে ক্রিকেটারদের পারফরম্যান্সে আমি খুশি। আমাদের খেলোয়াড়রা মনোযোগী ছিল। মাঠে তারা সবাই ইতিবাচক ছিল। সবার ব্যাটিং-বোলিং-ফিল্ডিং-ফিটনেস সবকিছুতেই আমি সন্তুষ্ট।’
বাংলাদেশ দলের বড় শক্তির জায়গা স্পিন বোলররা। তিন দিনের প্রস্তুতি ম্যাচে তেমন সুবিধা করতে পারেনি স্পিনাররা। এ বিষয়টি কিভাবে দেখছেন এমন প্রশ্নে কোচ বলেন, ‘স্পিনাররা বল ভালোই করেছে। উইকেট পুরো ফ্লাট ছিল, তাই স্পিনাররা খুব বেশি সুবিধা পারেনি। আর ম্যাচটি ছিলো তিন দিনের। আমার মনে হয়, পাঁচ দিনের টেস্ট ম্যাচে চতুর্থ ও পঞ্চম দিনে স্পিনাররা ভাল কিছু করতে পারবে।’
সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজটি একেরাবেই হতাশার কেটেছে বাংলাদেশ দলের জন্য। এ বেরিয়ে আশার চেষ্টা কিভাবে করছেন; এই প্রশ্নে জাতীয় দলের কোচ বলেন, ‘ঘরের মাঠে তারা (ওয়েস্ট ইন্ডিজ) অনেক শক্তিশালী দল ছিল। তারা তাদের হোম কন্ডিশন সম্পূর্ণভাবে কাজে লাগিয়েছে। তবে আমাদের ইতিবাচক দিক হলো- আমাদের কিছু কিছু ব্যাটসম্যান রানের মধ্যে রয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আত্মবিশ্বাসী।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান