মোঃ আঃ রাজ্জাক লালমনিরহাট: আজ ছয় ডিসেম্বর লালমনিরহাট মুক্ত দিবস উপলক্ষে লালমনিরহাট জেলা প্রশাসন এর উদ্যোগে বর্ণাঢ্য র্র্যালী শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ উল্যাহ ও পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহউদ্দিনসহ আরো অনেকে।
১৯৭১ সালের এই দিনে লালমনিরহাট জেলা সম্পূর্ণভাবে শত্রুমুক্ত হয়।বীর মুক্তিযোদ্ধাদের মরণপণ লড়াই আর মুক্তিকামী জনগণের দূর্বার প্রতিরোধের মাধ্যমে লালমনিরহাটে পাক হানাদারবাহিনীর পতন হয়।
এক পর্যায়ে চূড়ান্তত পর্যায়ের মুক্তিযোদ্ধারা লালমনিরহাট ঘিরে ফেললে অবস্থা বেগতিক দেখে এই দিনে ভোর ৬ টায় লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে পাক সেনা, রাজাকার আলবদর ও তাদের দোসররা দুটি স্পেশাল ট্রেনে করে রংপুর ক্যান্টনমেন্টে পালিয়ে যায়।
তিস্তা নদী পার হওয়ার পরে পাক সেনারা তিস্তা রেল সেতুতে বোমা বর্ষণ করে সেতুর মারাত্মক ক্ষতি সাধন করে। লালমনিরহাট শত্রুমুক্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে চারদিক থেকে লোকজন ছুটে আসতে থাকে শহরের দিকে। লালমনিরহাটে ৭১এর এই দিনে এখানে এই দিবসটি লালমনিরহাট বাসিি যথাাযথ মর্যাদায়় পালন করে থাকে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান