ডেস্ক: সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক মামুনুর রশীদ বলেছেন, ‘সরকারে কোনো দফতরে টাকা ছাড়া কাজ হয় না।’
গতকাল শনিবার রাজধানীতে কৃষিবিদ ইনস্টিটিউটে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে ‘জন শুনানি : জাতীয় উন্নয়ন ও স্থানীয় বাস্তবতা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
মামুনুর রশীদ বলেন, ‘সম্প্রতি জেলা প্রশাসন অফিসে ফোন কল করেছিলাম ছোট একটা কাজের জন্য। সেখানে সরাসরি বললো, দুই হাজার টাকা লাগবে। কেন দুই হাজার টাকা লাগবে জানতে চাইলে আমাকে বলল? দুই হাজার টাকা না দিলে আপনার কাজ হবে না।’
তিনি বলেন, ‘কোথাও টাকা ছাড়া কাজ হয়? আমি এখানে স্থানীয় সরকারমন্ত্রী আছেন, তাও বলতে বাধ্য হচ্ছি। মেম্বার-চেয়ারম্যানের নমিনেশন নিতে কত টাকা লাগে? তিনি টাকা দিয়ে মনোনয়ন নেন, পরে সেই টাকা তিনি পাঁচ বছরে তোলার চেষ্টা করেন। তখন জনগণের অবস্থাটা কী হয়! এ টাকাটা তো জনগণের পকেট থেকেই যাচ্ছে।’
জেলা প্রশাসকদের ক্ষমতার সমালোচনা করে মামুনুর রশীদ বলেন,‘ জেলা প্রশাসকদের মনে হয় ব্রিটিশ আমলের রাজ প্রতিনিধি। তাদের কাছে এতো ক্ষমতা দিয়ে রেখেছে। অথচ এমপি, উপজেলা চেয়ারম্যান ও মেম্বার কারো কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা জেলা প্রশাসকদের হাতে।’
তিনি বলেন, ‘রাষ্ট্রের কোথাও আমাদের অংশগ্রহণ আছে? ঢাকা মেট্রোপলিটন গভর্মেন্ট হওয়ার কথা ছিল, কই হলো নাতো। মেয়রের কাছে যেই ক্ষমতা থাকার কথা, তা নেই।’
মামুনুর রশীদ বলেন, ‘রাষ্ট্রের সবাই উন্নয়ন কাজে অংশগ্রহণ করতে চায়। আমরা সবাই মিলেই কাজ করতে চাই। সেই সুযোগটা কি আমাদের আছে? আমার মনে হয় তা নেই। যদি থাকতো তাহলে দেশ অনেক এগিয়ে যেতো।’
পরিবহন খাতের নৈরাজ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘পরিবহন খাতে প্রতিদিন ভাড়া বাড়াচ্ছে, এ টাকাটা কে দিচ্ছে? জনগণ দিচ্ছে। কিন্তু পরিবহন সেক্টর তো সরকারের হাতে। সরকারে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এরাইতো এখানে নেতৃত্ব দিচ্ছে।’