ডেস্ক : আদালতের সামনে থেকে দুই জঙ্গি পালিয়ে যাওয়ার ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ ( ২৯ নভেম্বর ) মঙ্গলবার সকালে গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ৬০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স-২০২২ শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
এ সময় মন্ত্রী আরও বলেন, আমরা এই বিষয়ে উদ্বিগ্ন। এ ব্যাপারে কোথায় কোন গ্যাপ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে এবং কারও কোন গাফিলতি আছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুরক্ষা সেবা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী।