ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক বিরোধী অভিযানে পুলিশের উপর হামলা চালিয়েছেন মাদক ব্যবসায়ীরা।
মাদক কারবারের খবর পেয়ে ব্যবসায়ীদের আটককের উদ্দেশ্যে ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ইটপাটকেল ছুঁড়ে নিক্ষেপ করা শুরু করেন তারা। এসময় পুলিশ নিজেদের আত্নরক্ষার্থে মাদক ব্যবসায়ীদের উপর ১৮ রাউন্ড ফাকা গুলি ছোড়ে পুলিশ।
তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কাউকে গ্রেফতারও করা হয়নি। বুধবার (২৩ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের গোদনাইল এলাকায় এই ঘটনাটি ঘটে।
বিষয়টিকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান (পিপিএম বার)।
তিনি জানান, মাদক কেনাবেচা সংবাদের ভিত্তিতে সন্ধ্যার পর এনায়েতনগর এলাকায় একটি মাঠে মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে মাদক ব্যবসায়ীরা আমাদের উপস্থিতি টের পেয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।
তিনি বলেন, পরে তাদের ধাওয়া দিলে পুলিশকে লক্ষ্য করে ককটল বিস্ফোরণ ঘঠিয়ে এগিয়ে আসলে আমরা আত্মরক্ষার্থে ফাঁকা গুলি করি। পরে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ ঘটনায় ১৮ রাউন্ড রাবার বুলেট খরচ হয়েছে। তবে এ ঘটনায় মামলা দায়ের হয়নি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান