বাংলার খবর২৪.কম : দিনাজপুরের বিরল উপজেলার এক পল্লীতে পূর্বশক্রতার জের ধরে বাড়ি-ঘর ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিরল থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ৪ জন আহত হয়েছে।
শুক্রবার বিকেলে বিরল উপজেলার ধর্মপুর ইউপির দক্ষিণ গোবিন্দপুর বিল্লা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, পূর্ব শক্রতার জের ধরে হঠাৎ আব্দুল আলীম ও সাইফুল আলমের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হাছেন আলী, ইয়াকুব আলী, ইমরান আলীসহ ১৪ জন ব্যক্তি ঘরে প্রবেশ করে ঘরের দরজা-জানালা, আসবাবপত্র ভাংচুরসহ ঘরের লোকজনকে মারধর শুরু করে। এ সময় ঘরে থাকা লাইলী বেগম, আব্দুস সামাদ, রুবেল ও মোসলিম গুরুতর আহত হয়। তারা আব্দুল আলীম ও সাইফুল আলমের বাড়িতে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়।এতে ঘর দুটি সম্পূর্ণ ভস্মিভূত হয়ে প্রায় আড়াই লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়-ক্ষতি হয়।
এদিকে এ ঘটনায় আব্দুল আলীম বাদী হয়ে হাছেন আলীসহ ১৪ জনের নাম উল্লেখ করে বিরল থানায় মামলা দায়ের করেছেন। ঘটনাস্থল পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা পরিদর্শন করেছে বলে জানা যায়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান