বাংলার খবর২৪.কম : ময়মনসিংহের গফরগাঁওয়ে শহীদ নামের এক প্রবাসীকে হত্যা করে লাশ গুম করে বাহরাইনে পারি জমানোর অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রী নাছিমা খাতুনের বিরুদ্ধে।
এ ব্যাপারে নিহত প্রবাসী শহীদ মিয়ার প্রথম স্ত্রী রহিমা খাতুন বাদী হয়ে সতীন নাছিমা খাতুনসহ ৬ জনকে আসামি করে গফরগাঁও থানায় মামলা করেছেন।
গফরগাঁও সার্কেলের সিনিয়র এএসপি মনিরুল ইসলাম জানান, শহীদ নিহত বা নিখোঁজ হওয়ার রহস্য উৎঘাটনে পুলিশ গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে।
অভিযোগে জানা যায়; উপজেলার সালটিয়া ইউনিয়নের বাগুয়া গ্রামের মো. শহীদ মিয়া গত ৩৫ বছর বাহারাইনে চাকুরী করে আসছিলেন। সেখানে বাংলাদেশি গৃহকর্মী নাছিমা খাতুনের সাথে প্রেম হয় এবং পরে তাদের বিয়ে হয়।
প্রবাসী স্বামী শহীদ মিয়ার দ্বিতীয় বিয়ের কথা জেনেও সন্তানদের কথা চিন্তা করে বিষয়টি মেনে নেয় প্রথম স্ত্রী রহিমা খাতুন। পরে শহীদ দেশে ফিরে দু’স্ত্রীর নামে ঢাকার সাভারে ৪ তলা একটি বাড়ি নির্মাণ করেন।
কিন্তু দ্বিতীয় স্ত্রী নাছিমা বিষয়টি মেনে না নিয়ে আত্মীয়-স্বজনদের সাহায্যে স্বামী শহীদকে জিম্মি করে সাভারের চারতলা বাড়ি ও গফরগাঁওয়ের স্থাবর-অস্থাবর সম্পত্তি জোরপূর্বক দলিল করে নেয়।
পরে দ্বিতীয় স্ত্রী তার সাথে প্রতারণা করে জোরপূর্বক সম্পত্তি লিখে নিয়েছে এমন অভিযোগে এবং তা বাতিলের দাবিতে বিগত ২০১২ সালের জুন মাসে ময়মনসিংহ আমলী আদালতে মামলা দায়ের করেন শহীদ। আদালতে মামলা দায়ের পর দ্বিতীয় স্ত্রী নাসিমা এ বছরের ২৮ জুলাই গফরগাঁওয়ে স্বামী শহীদের বাড়িতে এসে ক্ষমা চেয়ে ভুল স্বীকার করে সম্পত্তি ফিরিয়ে দেয়ার কথা বলে শহীদকে ঢাকা নিয়ে যায়। এরপর থেকেই শহীদ নিখোঁজ বলে অভিযোগ করেছেন পরিবারের লোকজন।
তার প্রথম স্ত্রী রহিমা খাতুন অভিযোগে বলেন, স্বামী শহীদকে হত্যার পর লাশ গুম করে সতীন নাছিমা গোপনে বাহারাইন চলে গেছেন।