ডেস্ক: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভারতের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড। কিন্তু ম্যাচের একদিন আগেই যেন বড় রকমের ধাক্কা খেল ইংলিশরা। ফিটনেসে ঘাটতি থাকায় বিশ্বকাপে শেষ চারের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে না খেলার বড় রকমের সম্ভাবনা রয়েছে বিশ্বকাপে গতির ঝড় তোলা মার্ক উডের। তার জায়গায় দেখা যেতে পারে ক্রিস জর্ডানকে।
কনুইয়ের চোটে বাদ পড়ার পর গতমাসে পাকিস্তান সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার পর থেকে উড টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের পেস বোলিং বিভাগে এক বড় নাম। অস্ট্রেলিয়ার পুরো বিশ্বকাপ জুড়ে তিনি ধারাবাহিকভাবে ঘন্টায় ১৪৫ কি.মি. গতিতে বোলিং করেছেন। ৭.৭১ ইকোনমি রেটসহ নয়টি উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। কিন্তু চোটের কারণে তিনি এই সপ্তাহে অ্যাডিলেড ওভালে ইংল্যান্ডের দুটি অনুশীলন সেশনে খুবই কম বোলিং করেছেন উড। এর ফলে উডের ভারতের বিপক্ষে খেলার সম্ভাবনা কম। ইংল্যান্ড শিবির এই চোটকে পেশী শক্ত হয়ে যাওয়া বলে বর্ণনা করেছে।
উডের জায়গায় সম্ভাব্য ক্রিকেটার জর্ডান আঙুলের চোট থেকে সেরে ওঠার পর থেকে মাত্র একটি প্রতিযোগিতামূলক ম্যাচে খেলেছেন। গত মাসে ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ওভারে ৩৯ রান খরচায় উইকেটহীন থাকেন তিনি। তবে টি-টোয়েন্টিতে এই ডানহাতি পেস বোলিং অলরাউন্ডারও বেশ অভিজ্ঞ। সেমিফাইনালে একাদশে জায়গা পেলে স্লগ ওভারে স্যাম কারেনের সাথে জস বাটলারের আরেকটি বিকল্প হিসেবে কাজে দেবেন জর্ডান।