ডেস্ক : ভারতের বিপক্ষে ম্যাচে মোমেন্টাম হাতে আসে কিন্তু ধরে রাখতে পারে না বাংলাদেশ। সামলাতে পারে না শেষের চাপ। জয়ের ভালো সম্ভাবনা তৈরি করেও জিততে পারে না। গল্পটা ২০১৫ বিশ্বকাপের নকআউটে, ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে, ২০১৮ সালের এশিয়া কাপের ফাইনালে, একই বছরের নিদাহাস ট্রফির ফাইনাল কিংবা অ্যাডিলেডের এই ম্যাচে (বুধবার) একই রকম।
ম্যাচ শেষে বাংলাদেশ টি-২০ দলের অধিনায়ক সাকিব আল হাসান সেজন্য কিছুটা আক্ষেপ করলেন। ম্যাচে একদল জিতবে একদল হারবে এই স্বান্তনা বাণী শুনিয়ে বললেন, তারা পারবেন এই বিশ্বাস জন্মেছিল। কিন্তু ভারতের বিপক্ষে কেন জানি শেষে গিয়ে পারেন না তারা।
সাকিব বলেন, ‘ভারতের বিপক্ষে খেললে এমনই হয়। আমরা জয়ের একদম কাছে চলে যাই। কিন্তু শেষ ধাপটা পার হয়েও পার হতে পারি না। ম্যাচটা দুই দলই উপভোগ করেছে। আমরা যেমনটা চেয়েছিলাম তেমনেই একটা ম্যাচ হয়েছে। তবে খেলার নিয়মই তো এমন, একদল জিতবে একদল হারবে।’
ব্যাট হাতে লিটন দাস অসাধারণ খেলেছেন। চোখ ধাঁধানো সাতটি চার ও তিনটি ছক্কায় তিনি ২৭ বলে ৬০ রানের ইনিংস খেলেছেন। সাকিব তাকে দেশের সেরা ব্যাটার বললেন। জানালেন যে, লিটনের ওই অসাধারণ ব্যাটিংই তাদের মধ্যে জয়ের বিশ্বাস জাগিয়েছিল।
টি-২০ অধিনায়ক বলেন, ‘লিটন আমাদের সেরা ব্যাটার। পাওয়ার প্লেতে ওর ব্যাটিং আমাদের মোমেন্টাম দিয়েছিল। রান তাড়া করতে পারবো এই বিশ্বাস দিয়েছিল।’ বোলিং নিয়ে তিনি বলেন, ‘ভারতের টপ অর্ডারের চার ব্যাটার খুবই ভয়ঙ্কর। আমরা সেজন্য আক্রমণ করতে চেয়েছিলাম। শুরুতে উইকেট নিতে চেয়েছিলাম। সেজন্য তাসকিনকে শুরুতে ৪ ওভার বোলিং করাই। দূভাগ্য সে উইকেট পায়নি। তবে দুর্দান্ত বোলিং করেছে। আমরা নির্ভারই আছি। শেষ ম্যাচে মনোযোগ রাখছি।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান