ডেস্ক : নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজের মুখে ব্যাটারিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অটোচালকসহ পাঁচজন নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, ঘটনাস্থলেই নুরুদ্দিন নামে একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় তিনজনকেসহ সাতজনকে সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। পরে আরো একজন মারা যান।
নিহতদের মধ্যে চারজন হলেন- অটোযাত্রী নুরুদ্দিন, মো: হানিফ (৩০), মো: মামুন (৩১) ও পোশাক শ্রমিক অজ্ঞাত পরিচয়ের পুরুষ, সনাতন ধর্ম (৩৬)।
নিহত মামুনের ছোট ভাই মো: সুমন জানান, আমার ভাই আদমজী একটি পোশাক কারখানায় চাকরি করেন। আজ রোববার তিনি কাজ শেষে সিএনজিযোগে আমার বাসায় আসার পথে এই দুর্ঘটনা ঘটে।
তিনি আরো জানান, তাদের গ্রামের বাড়ি ঝালকাঠি সদর জেলায়। বাবার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। বর্তমানে আদমজী এলাকায় থাকতেন। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়।
এদিকে মৃত হানিফের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তিনি বিল্লাল হোসেনের সন্তান। যাত্রাবাড়ী এলাকায় থাকতেন। এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন তিনি।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তিনজনের লাশ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের ঢাকামুখী লেনে একটি অটোরিকশা উল্টোপথে যাচ্ছিল। এ সময় ঢাকামুখী একটি হাইস মাইক্রোবাসের সাথে অটোরিকশার সংঘর্ষ হয়। অটোরিকশার এক যাত্রী মদনপুরের আল-বারাকা হাসপাতালে মারা যান। এছাড়া ঢাকা মেডিক্যালে নেয়ার পর চারজন মারা গেছেন।