লালমনিরহাট পাটগ্রাম উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর রাবার বুলেটের আঘাতে বাংলাদেশি কিশোর আহত হয়েছে। ঐ যুবককে উদ্ধার করে রংপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার ভোরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কোনারবাড়ি সীমান্তে এ ঘটনাটি ঘটেছে।
আহত কিশোর আজম আলী (২২)। সে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ঝালঙ্গী পকেট এলাকার বাসিন্দা।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, শ্রীরামপুর ইউনিয়নের কোনারবাড়ি পকেট সীমান্তের ৮৪৭ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় বাংলাদেশি গরু পারপারকারীরা গরু আনে। গত রোববার (০২ অক্টোবর) রাত ৩ টায় ওই সীমান্ত পিলার এলাকা হয়ে ৪ থেকে ৫ জন গরুপারাপারকারীদের সাথে যায় আজম আলী। এ সময় ভারতীয় ১৬৯ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের ছরিও ক্যাম্পের টহল দলের বিএসএফ সদস্যরা উভয় দেশের গরু পারাপারকারীদের লক্ষ্য করে রাবার বুলেট ছুঁড়ে। এতে আজম আলী ডান হাঁটুতে গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয়। এ ঘটনায় আহতাবস্থায় তাঁর সঙ্গীরা তাঁকে উদ্ধার করে।
তাঁর পরিবারের দস্যরা উন্নত চিকিৎসার জন্য রাতেই রংপুরের একটি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় আছে।
বর্ডার গার্ড বাংলাদেশ, রংপুর (তিস্তা-২) ৬১ বিজিবি ব্যাটালিয়নের ঝালঙ্গী ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মফিদুল ইসলাম বলেন, ‘সীমান্তে বিএসএফের সাথে যৌথ টহলে আছি। বিস্তারিত পরে জানাব।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান