বাংলার খবর২৪.কম : ২০১৯ সালের আগে দেশে কোনো নিবার্চন হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, নির্বাচন সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই হবে।
শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নির্বাচন কমিশন যেভাবে বলবে সেভাবেই নির্বাচন হবে। নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় আসবে। আর যে ভুল করেছে খালেদা জিয়া সে দায়িত্ব তাকেই নিতে হবে। জনগণ সে দায়িত্ব নেবে না।
এ সময় তিনি বলেন, খুনিদের সঙ্গে কোনো বৈঠক হবে না। বৈঠক হবে নির্বাচনের সময় নির্বাচন কমিশনের সঙ্গে।
এ সময় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।