ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ বছরের ডিসেম্বরেই মেট্রোরেলের উদ্বোধন করা হবে। বীর মুক্তিযোদ্ধারা মেট্রোরেলে বিনা ভাড়ায় চলাচল করবেন।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় ‘মেট্রোরেল প্রদর্শনী ও তথ্য কেন্দ্র’ উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, প্রতি কিলোমিটারে মেট্রোরেলের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ টাস্কা।
এছাড়া সর্বনিম্ন ভাড়া ২০ টাকা ও উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত নির্ধারণ ১০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।