
বাংলার খবর২৪.কম : ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৪টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের ঈশ্বরবা জামতলা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার বাড়িবাথান গ্রামের মতিয়ার রহমানের ছেলে ফারুক হোসেন (২৮) ও কোরাপাড়া গ্রামের কচিম উদ্দীনের ছেলে সোহেল রানা (২৭)।
স্থানীয়রা জানায়, ফারুক ও সোহেল মোটরসাইকেল চালিয়ে কোটচাঁদপুর থেকে কালীগঞ্জ শহরের দিকে আসছিলেন। এ সময় কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা জামতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই তারা নিহত হন।