ফারুক আহমেদ সুজনঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহতদের আত্মার মাগফিরাত কামনায় রাজধানীর মিরপুর বিআরটিএ জামে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) জোহরের নামাজের পর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ১৫ আগস্ট বাঙালির ইতিহাসে বেদনাবিধুর ও বিভীষিকাময় একটি দিন। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত হয়েছিল ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে সেনাবাহিনীর কিছু উচ্ছৃঙ্খল ও বিপথগামী সদস্য। উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন,নূর মোহাম্মদ মজুমদার চেয়ারম্যান বিআরটিএ,ইউসুফ আলী মোল্লাহ,অতিঃ সচিব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, মোহাম্মদ শহিদুল্লাহ পরিচালক বিআরটিএ ঢাকা বিভাগ,মোহাম্মদ রফিকুল ইসলাম উপ পরিচালক,খালিদ মাহমুদ,আবদুর রশীদ,মোঃ শফিকুল আলম সরকার,নবাব ফাহমে আজিজ,আব্দুল্লাহ আল মামুন, মোঃ আবুল বাসার,মোহাম্মদ রুহুল আমীন সহকারী পরিচালক সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থেকে দোয়া ও মিলাদ মাহফিলে অংশনেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান