বাংলার খবর২৪.কম : ভোলা শহরের খালপাড় সংলগ্ন এলাকা থেকে কার্গো বোঝাই ৩২ বস্তা সার আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।
শুক্রবার সকালে অভিযান চালিয়ে একটি কার্গোসহ সারগুলো আটক করা হয়।
কোস্টগার্ড ভোলা (দক্ষিণ) জোনের চীপ গোয়েন্দা ইনচার্জ কলিমুল্যাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ভোলা (দক্ষিণ) জোনের লে. কমান্ডার তানভির আহমেদের নেতৃত্বে কোস্ট গার্ড সদস্যরা ভোলা শহরের মহাজন পট্টির খালপাড় সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় ওই ঘাটে নোঙ্গর করা ইমা নামের একটি কার্গো থেকে অবৈধ ৩২ বস্তা সার আটক করা হয়।
আটক সারের মধ্যে ২৭ বস্তা ইউরিয়া ও ৫ বস্তা টিএসপি রয়েছে। তবে আটক সারগুলোর মালিক খোঁজে পাওয়া যায় নি।
তিনি আরো জানান, আটক সারগুলো যাচাই-বাছাই চলছে। যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান