বাংলার খবর২৪.কম : কলকাতায় সেরা দলটাই পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হলে এসব কথা বলেন তিনি।
কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামের ১৫০ বছর পূর্তি উপলক্ষে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে ইডেন কর্তৃপক্ষ। আর এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ থেকে একটি দল পাঠানোর অনুরোধ করেছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এর প্রেক্ষিতে কলকাতায় একটি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রধান নির্বাচক বলেন, ‘আমরা ওয়ানডে টিম পাঠাচ্ছি। জিম্বাবুয়ের বিপক্ষে যাদের ওয়ানডে খেলার সম্ভবনা রয়েছে তাদেরকেই পাঠাচ্ছি। আমরা ‘এ’ দলের আদলে দল পাঠালেও ওয়ানডের সেরা একটা দলই পাঠাচ্ছি।’
এদেরকেও কি এই টুর্নামেন্টে পাঠানো হবে এমন প্রশ্নে ফারুক আহমেদ বলেন, ‘আমি আগেই বলেছি জিম্বাবুয়ের বিপক্ষে যাদের ওয়ানডে খেলার সম্ভাবনা আছে তাদের পাঠানো হবে। সেই হিসেবে এরা সবাই বিবেচনায় আছে। তবে দল ঘোষণা না হওয়া পর্যন্ত কারও নাম বলতে পারছি না।’
দীর্ঘদিন ধরে অফ ফর্মের কারণে দলে জাগয়া নিয়ে প্রশ্ন উঠেছে অলরাউন্ডার নাসির হোসেনের। এছাড়া ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং তাসকিন আহমেদরা এমনিতেই টেস্ট খেলবেন না।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান