রাজধানীর ডেমরায় মো. রুবেল নামের এক ব্যক্তি স্ত্রীর ছবি এডিট করে অশ্লীলভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর মাধ্যমে ওই নারীকে ভীতি প্রদর্শন ও অসামাজিক কাজ করার জন্য বাধ্য করছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে আদালতের নির্দেশে অভিযুক্ত ৩ জনকে আসামি করে ডেমরা থানায় একটি পিটিশন মামলা হয়েছে। অভিযুক্তরা হলো-ভুক্তভোগীর প্রথম স্বামী নোয়াখালীর সোনাইমুড়ি থানার মৃত আব্দুল গুরফানের ছেলে মো. হেলাল, ভুক্তভোগীর দ্বিতীয় স্বামী মো. রুবেল ও তার সহযোগী সুমা বেগম। রুবেল ও সুমা গেণ্ডারিয়া স্টাফ কোয়ার্টার পুরাতন পাঁচ তলায় বসবাস করে। জানা যায়, ২০১৬ সালের এপ্রিলে ভুক্তভোগীর বিয়ে হয় হেলালের সঙ্গে। কাজের আশ্বাসে হেলাল তাকে সৌদি আরবে নিয়ে বিক্রি করে দেয়। কিছুদিন পর আটক অবস্থা থেকে কৌশলে মুক্ত হয়ে ওই নারী সৌদিতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেশে ফিরে আসেন। ভুক্তভোগীর প্রথম স্বামী হেলালের বন্ধু রুবেল পরিকল্পিতভাবে তাকে সঙ্গ দিতে থাকে। তবে হেলালের সঙ্গে রুবেলের বন্ধুত্বের বিষয়ে জানতেন না ওই নারী। হেলাল স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি রুবেলের কাছে পাঠায়। তা দেখিয়ে নারীকে ব্ল্যাকমেইল করতে থাকে রুবেল। একপর্যায়ে সে ভুক্তভোগীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে। পরে রুবেল চাপে পড়ে ওই নারীকে বিয়ে করে। বিয়ের পর থেকেই রুবেল ও তার সহযোগী সুমা তাকে আটকে রেখে জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করে। ৪ জুলাই নারীর প্রথম স্বামী হেলালের পরিকল্পনায় রুবেল তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ভয়ভীতি প্রদর্শন করতে থাকে যাতে সে পতিতাবৃত্তিতে আপত্তি না করে।
শিরোনাম :
ডেমরায় অশ্লীল ছবি ছড়িয়ে স্ত্রীকে অসামাজিক কাজে বাধ্য
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৫:২৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২
- ১৭২২ বার
Tag :
ডেমরা
জনপ্রিয় সংবাদ