বাংলার খবর২৪.কম : জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার থেকে একটি তিন দিনের ম্যাচ খেলছে বাংলাদেশের ক্রিকেটাররা। প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটাররা বিসিবি লাল এবং বিসিবি সবুজ এই দুই দলে ভাগ হয়ে পরস্পরের মুখোমুখী হয়েছে।
প্রথমে ব্যাট করতে নেমে সাত উইকেটে ২২০ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে মুশফিকুর রহিমের বিসিবি লাল দল। এরপর ১ উইকেট হারিয়ে ৪৫ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে তামিম ইকবালের বিসিবি সবুজ দল। ফলে প্রথম দিন শেষে নয় উইকেট হাতে রেখে ১৭৫ রানে পিছিয়ে আছে বিসিবি সবুল দল।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বিসিবি লাল দলের অধিনায়ক মুশফিকুর রহিম। কিন্তু অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে পারেনি টপ অর্ডার ব্যাটসম্যানরা। মাত্র ৭ রানেই দুই উইকেট হারিয়ে ফেলে বিসিবি লাল দল। এরপর সাব্বির রহমানকে সাথে নিয়ে একটি ভালো জুটি গড়ার চেষ্টা করেও ব্যর্থ হন অধিনায়ক মুশফিক। দলীয় ৪৯ রানের মাথায় ব্যাক্তিগত ২৯ রান করে আউট হন সাব্বির।
এরপর অবশ্য মাহমুদুল্লাহর সাথে ভালো একটি জুটি গড়তে সক্ষম হন মুশফিক। চতুর্থ উইকেট জুটিতে ৬৬ রান যোগ করেন এই দুই ব্যাটসম্যান।
মাহমুদুল্লাহ-মুশফিক উইকেটে থাকা অবস্থায় মনে হচ্ছিল বড় স্কোরই গড়তে যাচ্ছে লাল দল। কিন্তু অল্প রানের মধ্যে এই দুইজনকে সাজঘরে ফেরত পাঠিয়ে তা হতে দেননি সবুজ দলের সেরা বোলার সাকিব আল হাসান।
আউট হওয়ার আগে ১১২ বলে ১০ বাউন্ডারির সাহায্যে ৫৮ রান করেন মাহমুদুল্লাহ। আর মুশফিকুর রহিম ১৫৪ বলে করেন ৬২ রান।
মাহমুদুল্লাহ-মুশফিক আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লাল দল।
এক পর্যায়ে ৭ উইকেটে ২২০ রান তুলে ইনিংস ঘোষনা করেন লাল দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
২২০ রানের জবাবে সবুজ দল ব্যাটিং করতে নামলে ১ উইকেটে ৪৫ রান তোলার পর প্রথম দিনের খেলা শেষ হয়। সবুজ দলের ওপেনার তামিম ইকবাল ১৬ এবং ওয়ান ডাউনে খেলতে নামা মমিনুল হক ২ রানে অপরাজিত আছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান