শিক্ষকদের নিরাপত্তায় আইন করার দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ)।
আজ শুক্রবার সকালে কুমিল্লা হলি ক্রিসেন্ট স্কুল এন্ড কলেজ হলরুমে বিএমজিটিএ কুমিল্লা জেলা কমিটির সম্মেলন থেকে সরকারের কাছ এ দাবি করা হয় ।
কুমিল্লা জেলা বিএমজিটিএ এর সভাপতি মোঃ গোলাম মোস্তাফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক নেতা বিএমজিটিএ এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হারুন অর রশিদ ।
এ সময়ে মোঃ হারুন অর রশিদ বলেন, দেশে শিক্ষকদের উপর প্রতিনিয়ত হামলা ও নির্যাতন চালানো হচ্ছে ।এ গুলো কোন ভাবেই মেনে নেয়া যায় না । এভাবে চলতে থাকলে শিক্ষকেরা মনোবল হারিয়ে শিক্ষা কার্যক্রম থেকে দুরে সরে যাবে । শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে ।তখন এর দায় সরকারকেই নিতে হবে । তাই শিক্ষকদের নিরাপত্তায় শিক্ষা আইনের বিকল্প নেই ।
প্রধান আলোচকের বক্তব্যে সংগঠনের মহাসচিব মোঃ শান্ত ইসলাম বলেন , মাদরাসা জনবল কাঠামো ও নীতিমালা দ্রুত সংশোধন করে মাদরাসা প্রভাষকদের ৫০% সহকারী অধ্যাপক ও ১৬ বছর পর সকল প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির ব্যবস্থা করতে হবে ।
এ সময়ে আরো বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ, ফকরুল ইসলাম, সহসভাপতি মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম মহাসচিব কে,এম শামীম, অর্থ সম্পাদক মেহেদী হাসান সরকার, দপ্তর সম্পাদক এলিন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ ।
এ সময়ে নেতৃবৃন্দ সম্প্রতি ঘটে যাওয়া শিক্ষকদের উপর হামলা ও নির্যাতনের ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ।
পরবর্তীতে বিকেলে বিএমজিটিএ এর ফেনী জেলায় মোঃ হারুনুর রশীদকে সভাপতি ও মোঃ আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য জেলা কমিটি গঠন করা হয় ।