বাংলার খবর২৪.কম ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞের দায় বান কি মুনকেও নিতে হবে বলে মন্তব্য করেছেন হামাসের মুখপাত্র সামি আবু জুহরি। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার জন্য জাতিসংঘকে দায়ী করে জুহরি বলেন, জাতিসংঘের আড়ালে ইসরায়েল গাজায় নৃশংস ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এজন্য জাতিসংঘ মহাসচিব বান কি মুনকেও দায় নিতে হবে। এছাড়া রাফাহ শহরে তেলআবিব যে আগ্রাসন চালিয়েছে তাতেও বান কি মুনের অংশগ্রহণ ছিল বলে দাবি তার।
হামাস মুখপাত্র জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গাজা ইস্যুতে দ্বৈত নীতি পরিহার করুন।
এদিকে, মঙ্গলবার বান কি মুন গাজার মারাত্মক ক্ষতিগ্রস্ত কিছু এলাকা ঘুরে দেখেছেন। এ সময় তিনি ফিলিস্তিনের গাজায় সম্প্রতি চালানো ইসরায়েলি হামলাকে ‘বর্ণনাতীত’ বলে অভিহিত করেছেন।
মুন বলেন, ২০০৯ সালের যুদ্ধের চেয়েও ভয়াবহ ছিল এবারের ইসরায়েলি ধ্বংসলীলা। তাই স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনায় উভয় পক্ষকে মানবিক হৃদয় নিয়ে বসার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।
প্রসঙ্গত, গত ১ আগস্ট গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে ইসরায়েলি সেনারা ব্যাপক গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালায়। এতে একদিনেই নিহত হন প্রায় ৮০ জন ফিলিস্তিনি। এছাড়া আহত হন ৩৫০ জন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান