ডেস্ক : যাত্রাবাড়ীতে পুলিশের সোর্স আশরাফুর হত্যার মূল আসামি শ্যামলকে মানিকগঞ্জের সাটুরিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।উদ্ধার হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ছুরি।
পুলিশের ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার শাহ ইফতেখার আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শ্যামল জানিয়েছে নিহত আশরাফুর ও শ্যামল দীর্ঘদীনের পূর্বপরিচিত। রোববার তাস খেলাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এর জেরেই সোমবার বেলা দুইটার দিকে আশরাফুর বাসা থেকে বের হয়ে যাত্রাবাড়ীর মাছের আড়তের কাছে গেলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় শ্যামল।
পরে গুরুতর আহত আশরাফুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হলে সন্ধ্যায় মারা যান তিনি।
এ ঘটনায় গতকালই যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করে নিহতের পরিবার। আশরাফুর রহমানের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদীর উপজেলার মহিষা গ্রামে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান