বাংলার খবর২৪.কম : রাজধানীর পল্টন মডেল থানাধীন নাইটিঙ্গেল মোড়ে সিগন্যাল অমান্য করায় সিএনজি চালিত এক অটোরিকশা চালক পুলিশের শর্টগানের গুলিতে গুরুতর আহত হয়েছেন। এসময় বেপরোয়া অটোরিকশার ধাক্কায় এক আনসার ও পুলিশ সদস্য আহত হয়েছেন। ভেঙেছে আনসার সদস্যের অস্ত্র। আর অভিযুক্ত ওই অটোরিকশা চালককে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে নাইটিঙ্গেল মোড়ে এই ঘটনা ঘটে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গুলিবিদ্ধ অটোরিকশা চালকের নাম আলমগীর (৩৫)।
পল্টন মডেল থানার ডিউটি অফিসার এসআই শওকত জানান, বৃহস্পতিবার ভোরে নাইটিঙ্গেল মোড়ে এএসআই আশরাফুল আলমের নেতৃত্বে এক দল টহল পুলিশ দায়িত্ব পালন করছিলেন। এসময় যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশা টহলরত পুলিশের সিগন্যাল অমান্য করে যাওয়ার চেষ্টা করে। ওই সময়ে পুলিশ সামনে দাঁড়ালে চালক অটোরিকশাটি তাদের গায়ে তুলে দিয়ে পালানোর চেষ্টা করেন। এতে দুই কনস্টেবল আহত হন। একজনের রাইফেলের হাতলও ভেঙে যায়। এসময় পুলিশ অটোরিকশা লক্ষ্য করে শর্টগানের গুলি ছুড়লে চালক আহত হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
এদিকে চালক আলমগীর জানান, রাতে পুলিশের ভয়ে অটোরিকশাটি থামাতে চায়নি। কারণ গাড়ির কাগজপত্র ছিল না। কাগজপত্র না থাকায় পুলিশ তাকে হয়রানি করতো। এমনকি তার টাকাও দিতে হতো। তাই পুলিশের চাঁদার হাত থেকে বাঁচার জন্য আমি দ্রুত চালিয়ে যেতে চেয়েছিলেন। এসময় এক আনসার সদস্য তার অটোরিকশার সামনে দাঁড়ায়। পুলিশও গুলি চালায়।
তিনি আরো জানান, অটোরিকশায় দু’জন যাত্রী ছিল। ঘটনার পর গুলিবিদ্ধ অটোরিকশা চালক আলমগীরকে দুই দফায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে নেওয়া হয়েছিল। সকালে এসআই ফারুক এবং দুপুরে এসআই বাশার তাকে চিকিৎসা করিয়ে দ্রুত থানায় নিয়ে আসেন।
যাত্রীদের বরাত দিয়ে এসআই শওকত জানান, যাত্রীরা অটোরিকশাটি থামানোর জন্য চালককে বলছিল কিন্তু চালক তাদের কথাও শোনেনি। তবে গাড়িতে অবৈধ কিছুই পাওয়া যায়নি। এছাড়া রিকশার দুই যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান।
ওই সময় নাইটিঙ্গেল মোড়ে দায়িত্বরত এএসআই আশরাফুল আলমের কাছ ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ঘটনার সবকিছু ওসি স্যারকে বলেছি, আমি কিছু বলতে পারবো না। আপনার কিছু জানার থাকলে ওসি স্যারকে ফোন দিন।’
এরপর ওসি মোরশেদ আলমের সঙ্গে যোগযোগ করা হলে তিনি শীর্ষ নিউজকে বলেন, ‘সিগন্যাল অমান্য করে অটোরিকশাটি যাওয়ার চেষ্টা করে। এসময় তাকে গতিরোধ করা হয়। সে অটোরিকশাটি না থামিয়ে পুলিশের গায়ে উঠিয়ে দেয়। এতে পুলিশ আহত হয়েছে।’
তিনি আরো বলেন, ‘পুলিশ এসময় শর্টগানের গুলি ছোড়ে। এতে অটোরিকশা চালক আহত হয়।’
চালকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে উল্লেখ করে ওসি বলেন, ‘চালকের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। এজাহারে তার বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়া, বেপরোয়া গাড়ি চালানো এবং ক্ষতিপূরণের অভিযোগ উল্লেখ করা হয়েছে।’