ডেস্ক : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায় যাত্রীবাহী দুটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বুধবার দুপুর ১২টার দিকে খাঞ্জাপুর এলাকায় আল মোবারাকা ও বরিশাল এক্সপ্রেস নামে দুটি যাত্রীবাহী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়।
আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে এবং গুরুতর ১৮ জনকে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেলাল হোসেন বলেন, এখন পর্যন্ত কারও মৃত্যু হয়নি। আমি ঘটনাস্থলে আছি। দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি আটক করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, বুধবার দুপুর ১২টার দিকে খাঞ্জাপুর এলাকায় আল মোবারাকা ও বরিশাল এক্সপ্রেস নামে দুটি যাত্রীবাহী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। আমরা আহত ৩০ জনকে উদ্ধার করেছি।
আহত যাত্রী বাচ্চু বলেন, দুটি বাসের গতিই ছিল বেপরোয়া। সরু সড়কে দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান