ডেস্ক : পদ্মা সেতু দিয়ে আগামীকাল সোমবার থেকে মোটরসাইকেল পারাপার নিষিদ্ধ করেছে সরকার।
আজ রোববার রাতে এ সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে সেতু বিভাগ।
এতে বলা হয়, আগামীকাল সোমবার ভোর ৬টা থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
রোববার ভোর ৬টা থেকে পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া পর অতিরিক্ত মোটরসাইকেলের চাপ দেখা গেছে। এর ফলে প্রথম দিনেরই হিমশিম খেতে হয়েছে টোল কর্তৃপক্ষকে।
পদ্মা সেতু পার হতে ভাড়ায় চালিত মোটরসাইকেলের খবরও পাওয়া গেছে। জনপ্রতি ২০০ টাকা এবং ২ জন যাত্রী ছাড়া মোটরসাইকেল ছাড়ছেন না তারা। একা যেতে চাইলে ভাড়া দিতে হচ্ছে ৪০০ টাকা।