ডেস্ক: শুক্রবার সকালে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। সব টিভি সাংবাদিক যখন তার সামনে মাইক্রোফোন দেয়া শুরু করলেন, তখন "বাংলাদেশ টাইমস" লেখা একটি মাক্রোফোন রাখা হয় মন্ত্রীর মুখের সামনে। সাথে সাথেই সংশ্লিষ্ট রিপোর্টারকে ডাকেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। জানতে চান, অনলাইনের নিবন্ধন আছে কিনা? না বোধক উত্তর আসলে রেগে যান ড. হাছান মাহমুদ। তিনি বলেন, "বৈধ অনলাইন পোর্টাল হলেও তাদের ভিডিও কন্টেন্ট প্রচার অবৈধ। আপনারতো কোনোটাই নেই।"
মাইক্রোফোন নিয়ে রিপোর্টারকে চলে যেতে বলেন মন্ত্রী।
এরপর চুপিসারে স্থান ত্যাগ করেন রিপোর্টার।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান