ডেস্ক : গত বছরের চেয়ে এবার বাড়ছে কোরবানি পশুর সংখ্যা। এবার কোরবানির পশুর চাহিদা ধরা হয়েছে ৯৭ লাখ ৭৫ হাজার ২৩৫টি (গরু-মহিষ, ছাগল-ভেড়া)।
চাহিদার বিপরীতে দেশের আট বিভাগে মোট এক কোটি ২১ লাখ ৩৮৯টি কোরবানিযোগ্য গবাদিপশু মজুদ আছে বলে জানিয়েছে প্রাণিসম্পদ অধিদফতর। গত বছর (২০২১) দেশে কোরবানি হয়েছিল ৯০ লাখ ৯৩ হাজার ২৪২টি।
বিপরীতে কোরবানিযোগ্য গবাদিপশু মজুদ ছিল এক কোটি ১৯ লাখ ১৬ হাজার ৭৬৫টি। অর্থাৎ প্রায় ২৮ হাজার গবাদিপশু অবিক্রীতই থেকে গিয়েছিল।
প্রাণিসম্পদ অধিদফতরের কোরবানির চাহিদা ও প্রাপ্যতার হিসাব করলে দেখা যায়, এ বছর প্রায় সাড়ে ২৩ লাখ গবাদিপশু অবিক্রীতই থেকে যাবে। তবে পশু পরিবহনে চাঁদাবাজি ও অন্যান্য প্রতিবন্ধকতাকে মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সরকারি হিসাবের পর্যালোচনা করলে দেখা যায়, সামগ্রিকভাবে দেশে কোরবানিযোগ্য পশুর অভাব না থাকলেও অঞ্চলভেদে চাহিদা এবং প্রাপ্যতা নিয়ে টানাপড়েন রয়েছে। দেশে আটটি বিভাগের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট- এই তিন বিভাগে কোরবানিযোগ্য পশুর ঘাটতি রয়েছে। বাকি পাঁচটি বিভাগে (রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ) চাহিদার চেয়ে বেশি গবাদিপশু মজুদ রয়েছে।
প্রাণিসম্পদ অধিদফতরের তথ্য বলছে, দেশে সবচেয়ে বেশি কোরবানির চাহিদা রয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে মোট কোরবানির চাহিদা ২৪ লাখ ৭১ হাজার ১৯৬টি (গরু-মহিষ, ছাগল-ভেড়াসহ অন্যান্য)।
বিপরীতে প্রাপ্যতা বা মজুদ রয়েছে ৮ লাখ ৬৯ হাজার ৫৫০টি। অর্থাৎ ১৫ লাখ ৩৭ হাজার ৬৪৬টি গবাদিপশু অন্য জায়গা থেকে এনে সংস্থান করতে হবে। চট্টগ্রাম বিভাগে মোট কোরবানির পশুর চাহিদা ২০ লাখ ৪১ হাজার ৯৮২টি। বিপরীতে এই বিভাগে মজুদ আছে ২০ লাখ ১৯ হাজার ৯০৪টি। অর্থাৎ ২২ হাজার ৭৮টি গবাদিপশুর ঘাটতি রয়েছে। বন্যাকবলিত সিলেট বিভাগে কোরবানির চাহিদা নিরূপণ করা হয়েছে চার লাখ ৩৯ হাজার ৬১২টি।
বিপরীতে মজুদ আছে দুই লাখ ৪৩ হাজার ৮০৩টি। অর্থাৎ এক লাখ ৯৫ হাজার ৮০৯টি গবাদিপশু সঙ্কট রয়েছে; যা আনতে হবে অন্য বিভাগ বা জেলা থেকে।
দেশে সবচেয়ে বেশি গবাদি বা কোরবানিযোগ্য পশু মজুদ রয়েছে রাজশাহী বিভাগে। এই বিভাগের আট জেলায় ৪৪ লাখ ৬৯ হাজার ৭৭৪টি গবাদিপশু মজুদ রয়েছে। এবার এই এলাকায় কোরবানির চাহিদা ধরা হয়েছে ১৯ লাখ ৭০ হাজার ৬৩১টি। অর্থাৎ চাহিদার দ্বিগুণেরও বেশি ( ২৪ লাখ ৯৯ হাজার ১৪৩টি) কোরবানিযোগ্য পশু দেশের অন্যত্র বাজারজাত করতে হবে এই এলাকার খামারিদের।
খুলনা বিভাগে গবাদিপশুর প্রাপ্যতা রয়েছে ১৩ লাখ ৯৯ হাজার ৮২১টি; বিপরীতে চাহিদা রয়েছে ৯ লাখ ২১ হাজার ৯২১টি অর্থাৎ ৪ লাখ ৭৭ হাজার ৯০০টি গবাদিপশু অন্যত্র বাজারজাত করতে হবে। বরিশাল বিভাগে কোরবানিযোগ্য গবাদিপশু রয়েছে ৬ লাখ ৭২ হাজার ৪৯৯টি; বিপরীতে এই বিভাগে চাহিদা রয়েছে ৪ লাখ ৯৬ হাজার ৬২৭টি, অর্থাৎ এক লাখ ৭৫ হাজার ৮৭২টি গবাদিপশু দেশের অন্য জায়গায় নিয়ে বিক্রি করতে হবে খামারিদের।
একইভাবে রংপুর বিভাগে গবাদিপশুর প্রাপ্যতা রয়েছে ১৮ লাখ ৯০ হাজার ৩২৪টি, কোরবানির চাহিদা রয়েছে ১১ লাখ ২৩ হাজার ২২৩টি; ময়মনসিংহ বিভাগে গবাদিপশুর চাহিদা ৫ লাখ ৫৮ হাজার ৭১৪টি, বিপরীতে চাহিদা রয়েছে ৩ লাখ ৭৪ হাজার ৪৩টি। এই দুই বিভাগে গবাদিপশু উদ্বৃত্ত রয়েছে যথাক্রমে ৭ লাখ ৬৭ হাজার ১০১টি ও এক লাখ ৮৪ হাজার ৬৭১টি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান