বাংলার খবর২৪.কম : বিএনপিকে উদ্দেশ্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, তাদের ছাত্রসংগঠনের নতুন কমিটি গঠনকে কেন্দ্রকে দলীয় কার্যালয়ের সামনে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিনি বলেন, তারা গোলাগুলি করে, ককটেল ফুটায়। কিন্তু আমরা তাদের মতো ককটেল ফুটানোর রাজনীতি করি না।
বৃহস্পতিবার দুপুরে বনানীর কার্যালয়ে জাতীয় তাঁতী পার্টির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এরশাদ এসব কথা বলেন।
সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমদ বাবলু এমপি, যুগ্ন মহাসচিব নুরুল ইসলাম নুরু, ঢাকা মহানগর উত্তর সভাপতি এস এম ফয়সাল চিসতি, এরশাদের প্রেস সেক্রেটারী সনীল শুভ রায় ও তাঁতী পার্টির সভাপতি সরদার শাহজাহান প্রমুখ।
বিএনপির সরকারবিরোধী আন্দোলন সম্পর্কে এরশাদ বলেন, তারা নাকি রাজপথে আন্দোলন করবে। দেওয়ানি মামলার মত তাদের আন্দোলনের তারিখ পড়ে।
বাংলাদেশে বর্তমানে প্রতিহিংসা আর জিঘাংসার গণতন্ত্র কায়েম করেছে। সরকার পরিবর্তন হলেই মামলা দেওয়া শুরু হয়। আমার বিরুদ্ধে ৪৩ টি মামলা দেওয়া হয়েছে।