ডেস্ক : বরগুনার আমতলী উপজেলার হলুদিয়া ইউনিয়নের কাঠালিয়া গ্রামে প্রেম করে তরুণীকে নিয়ে পালিয়ে যাওয়া ছেলের বাবাকে বাড়িতে ঢুকে অকথ্য ভাষায় গালাগালি করার সঙ্গে চড়-থাপ্পড় মারার অভিযোগ উঠেছে মেয়ের বাবা ও ভাইয়ের বিরুদ্ধে।
রোববার (২৯ মে) সকাল থেকে ফেসবুকে এই ভিডিও নিয়ে চলছে সমালোচনা। এর আগে শনিবার (২৮ মে) দুপুরে ওই গ্রামে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকে গা ঢাকা দিয়েছেন অভিযুক্তরা।
ভুক্তভোগী আব্দুল হামিদ আকন আমতলী উপজেলার হলুদিয়া ইউনিয়নের কাঠালিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, ভুক্তভোগী আব্দুল হামিদ আকনের ছেলে নিপুন আকনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল একই এলাকার জিহাদ আকনের মেয়ের। সম্প্রতি তারা পালিয়ে যাওয়ায় খোঁজাখুঁজি শুরু করেন জিহাদ। মেয়েকে না পেয়ে ক্ষুব্ধ হয়ে হঠাৎ জিহাদ ও তার ছেলে হাসিব আকন হামলা চালান নিপুন আকনের বাড়িতে। এ সময় আহত হন ছেলের বাবা হামিদ।
এদিকে হামলার ঘটনা ফেসবুকে ছড়িয়ে পড়া তিন মিনিট দুই সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, আব্দুল হামিদ আকনকে সামনে পেয়ে চড়-থাপ্পড় মারতে শুরু করেন তিনি। একপর্যায়ে হতভম্ব হয়ে বসে পড়েন বৃদ্ধ হামিদ। এ সময় জিহাদ আকনের ছেলেও পেছন থেকে তাকে চড়-থাপ্পড় দিতে থাকেন। একপর্যায়ে বৃদ্ধ হামিদ আকন দৌড়ে পালালে তাকে লাঠি হাতে ধাওয়া করেন অভিযুক্ত দুজন।
আহত হামেদ আকন বলেন, ছেলে ভালোবেসে রাজ্জাক মোল্লার মেয়েকে বিয়ে করেছে। তবে বিয়ের বিষয়ে আমি কিছু জানি না। এতে আমার অপরাধ কি? আমার ছেলের বিয়ে বিষয় তুলে রাজ্জাক মোল্লার সন্ত্রাসী জামাই এবং তার ছেলে আসিফ আমার বাড়িতে এসে ঘরে থেকে টেনে-হিঁচড়ে আমাকে ঘরের বাইরে বের করে জুতাপেটা ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছে। আমি ওদের ভয়ে চিকিৎসা পর্যন্ত করাতে পারিনি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান বলেন, এখনও কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।