বাংলার খবর২৪.কম : বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞার ১১ দিনে অবৈধভাবে ইলিশ শিকার করে ফেরার পথে বরগুনার বলেশ্বর নদীর মোহনা থেকে ১১০ জন জেলেসহ সাতটি মাছ ধরা ট্রলার ও শতাধিক মণ ইলিশ জব্দ করেছে পাথরঘাটা কোস্টগার্ড।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
পাথরঘাটা কোস্টগার্ড স্টেশন কমান্ডার জানান, গত ৫ অক্টোবর ইলিশ শিকারের নিষেধাজ্ঞা শুরু হওয়ার আগে এসব মাছ ধরা ট্রলার গভীর সাগরে চলে যায়। সেখানে গিয়ে ইলিশ শিকার করে মজুদ রাখে।
১৫ অক্টোবর রাত ১২টায় নিষেধাজ্ঞার সময় শেষ হয়ে গেলে এসব অসাধু জেলেরা কিনারায় আসতে শুরু করলে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে।