ফারুক আহমেদ সুজন : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি, এনডিসি, পিএসসি, জি, এমফিল বলেছেন, কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়ন হবে পেশাগত যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে। মহাপরিচালকের দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্যদিবসে তিনি কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। ২৬ মার্চ বৃহস্পতিবার সকাল ১০-০০ ঘটিকায় ফায়ার সার্ভিস অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুপুর ১টা পর্যন্ত চলা এই মতবিনিময় সভায় প্রতিষ্ঠানটির পরিচালক ও প্রকল্প পরিচালকগণ, কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, সকল বিভাগ থেকে আসা বিভাগীয় উপরিচালকগণ, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ এবং অধিদপ্তরের উপপরিচালকগণসহ সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন কর্মকর্তাদের উদ্দেশে তাঁর বক্তব্যের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি ১৫ আগস্ট জাতির পিতার পরিবারের শহিদ সদস্যদের, মহান মুক্তিযুদ্ধে আত্মাহুতি দেয়া বীর শহিদদের ও ২ লাখ বীরাঙ্গনা নারীদের এবং বিভিন্ন দুর্ঘটনায় অপারেশনাল কাজে আত্মাহুতি দেয়া ফায়ার সার্ভিসের কর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মতো একটি সেবাধর্মী প্রতিষ্ঠানে তাঁকে মহাপরিচালক হিসেবে নিযুক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেনাবাহিনী প্রধান এবং সংশ্লিষ্ট সকলের কাছে গভীর কৃতজ্ঞতা জানান। তিনি তাঁর কর্মকালে মন্ত্রণালয়সহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি বলেন, ‘একটি বিষয়ে আমি সকলকে পরিষ্কার করতে চাই, তা হলো, এ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়ন করা হবে পেশাগত দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে।’ তিনি সকলকে অপারেশনাল কাজের বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও জাতির পিতার সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার জন্য নির্দেশনা দেন। খবর ফায়ার সার্ভিস মিডিয়া সেল।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান