ডেস্ক :‘বাংলাদেশে এমন কোনো জায়গা দেখিনি যেখানে অনিয়ম নেই’ বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।
বৃহস্পতিবার (১৯ মে) রাজধানীর পল্টনে এক সেমিনারে এ কথা বলেন তিনি।
ভোক্তার ডিজি বলেন, যেখানেই হাত দিচ্ছি সেখানেই অনিয়ম পাচ্ছি। তেলের দাম নিয়ন্ত্রণে খুচরা, পাইকারি, কারখানা ও বড় বড় রিফাইনারিতেও অভিযান চালিয়েছি। আমরা অনিয়মের বিষয়ে সংশ্লিষ্টদের কাছে রিপোর্ট দিয়েছি।
তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় দুর্বলতা সঠিক তথ্যের অভাব। ভোক্তা অধিদপ্তরের তথ্যের বৈধ উৎস নেই। যেসব উৎস থেকে তথ্য পাওয়া যায়, সেগুলোর সঠিকতা যাচাই করারও সুযোগ নেই। এজন্য ভোক্তা অধিদপ্তর সব গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।
সফিকুজ্জামান বলেন, ভোক্তারা প্রতারিত হতে হতে এমন পর্যায়ে চলে গেছেন, তার এখন অধিকার খর্ব হচ্ছে সেটাই বুঝতে পারেন না।
তিনি বলেন, ভোক্তা অধিদপ্তর ঠিকমতো কাজ করতে পারলে এমন কোনো জায়গা নেই যেখানে জরিমানা বা শাস্তি হবে না।
এ সময় ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের সহযোগিতা আশা করেন ভোক্তার ডিজি। সূত্র : আরটিভি নিউজ