বাংলার খবর২৪.কম : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশের প্রায় দেড় বছর পর র্যাবের দায়ের করা সরকারি কজে বাধা দেওয়ার মামলায় অবশেষে ঝালকাঠি আদালত থেকে অব্যাহতি পেল র্যাব অভিযানে পা হারানো ঝালকাঠির লিমন হোসেন।
বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি মূখ্য বিচারিক আদালতের দেওয়া এই অব্যাহতির আদেশের মাধ্যমে লিমন এখন র্যাবের করা দুটো মামলা থেকেই নিষ্কৃতি পেল ।
লিমনের আইনজীবী আককাস সিকদার বলেন, ২০১১ সালের ২৩ মার্চ মাঠে গুরু আনতে গিয়ে র্যাবের অভিযানে গুলিতে একটি পা হারায় ঝালকাঠির রাজাপুর উপজেলার তৎকালীন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী লিমন হোসেন। র্যাব ওই ঘটনায় লিমনকে সন্ত্রাসী অভিযুক্ত করে সরকারি কাজে বাধা এবং অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করেছিল। লিমনের মা হেনোয়ারা বেগমও ৬ র্যাব সদস্যের বিরুদ্ধে লিমনকে হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছিলেন।
তবে নির্দোষ লিমনকে গুলি করে পঙ্গু করা ও তার বিরুদ্ধে র্যাবের দায়ের করা মিথ্যা মামলার বিষয়টি নিয়ে গণমাধ্যমে ব্যাপক লেখা-লেখির পর সারাদেশে সমালোচনার ঝড় ওঠে। পরে ২০১৩ সালের ৯ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় র্যাবের দায়ের করা ওই মামলা দুটো থেকে লিমনকে অব্যহতি দেওয়ার নির্দেশ দেয়। আর ওই নির্দেশের প্রেক্ষিতে গত বছরের (২০১৩ সালের) ২৯ জুলাই ঝালকাঠি বিশেষ ট্রাইব্যুনাল দ্বিতীয় আদালত থেকে র্যাবের দায়ের করা অস্ত্র আইনের মামলায় লিমনকে অব্যহতি দেন বিচারক কিরন শংকর হালদার। কিন্তু অপর আদালতে বিচারক পদ শূন্য থাকায় স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশের পরও সরকারি কাজে বাধা দেওয়ার মামলাটি ঝুলে থাকে ঝালকাঠি মূখ্য হাকিম আদালতে।
তবে আদালতে এসে লিমন হোসেন শীর্ষ নিউজকে বলেন, আমি এতে পুরোপুরি সন্তষ্ট না। আমাকে গুলি করে হত্যার প্রচেষ্টাকারী ৬ র্যাব সদস্যের যেদিন বিচার হবে সেদিনই পুরোপুরি সন্তুষ্ঠ হবো আমি।
সম্প্রতি ঝালকাঠির মূখ্য বিচারিক আদালতের বিচারক পদ পূরণ হওয়ায় বিচারক আবু শামীম আজাদ আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশের প্রেক্ষিতে সরকারি কাজে বাধা দেওয়ার মামলাটি থেকে লিমনকে অব্যাহতির আদেশ দেন। ফলে লিমন দুটি মামলা থেকেই এখন অব্যহতি পেল।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান