পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ঈদের ছুটি শেষে বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানিসচল Logo আব্দুল্লাহপুর ফ্লাইওভার এ অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বিআরটিএ’র মোবাইল কোর্ট এর অভিযান Logo বিআরটিএর সারাদেশে অভিযানে ৪৫১ মামলা, সাড়ে ৯ লাখ টাকা জরিমানা Logo ঢাকা-দিনাজপুর- রংপুর হাইওয়েতে মোবাইল কোর্ট অভিযানে যানবাহনে ১৪ টি মামলা Logo পাটগ্রামে পৌর জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত Logo ৩০০ ফিটে ওভারস্পিডে বিভিন্ন যানবাহনে মামলা বিআরটিএ মোবাইল কোর্টের Logo ঢাকা- চিটাগাংরোড সড়কে বিআরটিএ মোবাইল কোর্টের অভিযান Logo সারাদেশে বিআরটিএ-র অভিযানে ৩৩৮ মামলা, ৬ লাখ ৮০ হাজার টাকা জরিমানা Logo চট্টগ্রাম-ঢাকা সড়কে ঈদ পরবর্তী দুর্ঘটনা ও ওভার স্পিড রুখতে বিআরটিএ’র অভিযান Logo সড়কে শৃঙ্খলা আনতে ও ওভার স্পিড নিয়ন্ত্রণে রংপুরে মোবাইল কোর্ট অভিযান

র‌্যাবের মামলা থেকে লিমনকে অব্যাহতি

বাংলার খবর২৪.কম : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশের প্রায় দেড় বছর পর র‌্যাবের দায়ের করা সরকারি কজে বাধা দেওয়ার মামলায় অবশেষে ঝালকাঠি আদালত থেকে অব্যাহতি পেল র‌্যাব অভিযানে পা হারানো ঝালকাঠির লিমন হোসেন।

বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি মূখ্য বিচারিক আদালতের দেওয়া এই অব্যাহতির আদেশের মাধ্যমে লিমন এখন র‌্যাবের করা দুটো মামলা থেকেই নিষ্কৃতি পেল ।

লিমনের আইনজীবী আককাস সিকদার jhalakati limon pic_54613 বলেন, ২০১১ সালের ২৩ মার্চ মাঠে গুরু আনতে গিয়ে র‌্যাবের অভিযানে গুলিতে একটি পা হারায় ঝালকাঠির রাজাপুর উপজেলার তৎকালীন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী লিমন হোসেন। র‌্যাব ওই ঘটনায় লিমনকে সন্ত্রাসী অভিযুক্ত করে সরকারি কাজে বাধা এবং অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করেছিল। লিমনের মা হেনোয়ারা বেগমও ৬ র‌্যাব সদস্যের বিরুদ্ধে লিমনকে হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছিলেন।

তবে নির্দোষ লিমনকে গুলি করে পঙ্গু করা ও তার বিরুদ্ধে র‌্যাবের দায়ের করা মিথ্যা মামলার বিষয়টি নিয়ে গণমাধ্যমে ব্যাপক লেখা-লেখির পর সারাদেশে সমালোচনার ঝড় ওঠে। পরে ২০১৩ সালের ৯ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় র‌্যাবের দায়ের করা ওই মামলা দুটো থেকে লিমনকে অব্যহতি দেওয়ার নির্দেশ দেয়। আর ওই নির্দেশের প্রেক্ষিতে গত বছরের (২০১৩ সালের) ২৯ জুলাই ঝালকাঠি বিশেষ ট্রাইব্যুনাল দ্বিতীয় আদালত থেকে র‌্যাবের দায়ের করা অস্ত্র আইনের মামলায় লিমনকে অব্যহতি দেন বিচারক কিরন শংকর হালদার। কিন্তু অপর আদালতে বিচারক পদ শূন্য থাকায় স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশের পরও সরকারি কাজে বাধা দেওয়ার মামলাটি ঝুলে থাকে ঝালকাঠি মূখ্য হাকিম আদালতে।

তবে আদালতে এসে লিমন হোসেন শীর্ষ নিউজকে বলেন, আমি এতে পুরোপুরি সন্তষ্ট না। আমাকে গুলি করে হত্যার প্রচেষ্টাকারী ৬ র‌্যাব সদস্যের যেদিন বিচার হবে সেদিনই পুরোপুরি সন্তুষ্ঠ হবো আমি।

সম্প্রতি ঝালকাঠির মূখ্য বিচারিক আদালতের বিচারক পদ পূরণ হওয়ায় বিচারক আবু শামীম আজাদ আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশের প্রেক্ষিতে সরকারি কাজে বাধা দেওয়ার মামলাটি থেকে লিমনকে অব্যাহতির আদেশ দেন। ফলে লিমন দুটি মামলা থেকেই এখন অব্যহতি পেল।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঈদের ছুটি শেষে বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানিসচল

র‌্যাবের মামলা থেকে লিমনকে অব্যাহতি

আপডেট টাইম : ১০:১৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০১৪

বাংলার খবর২৪.কম : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশের প্রায় দেড় বছর পর র‌্যাবের দায়ের করা সরকারি কজে বাধা দেওয়ার মামলায় অবশেষে ঝালকাঠি আদালত থেকে অব্যাহতি পেল র‌্যাব অভিযানে পা হারানো ঝালকাঠির লিমন হোসেন।

বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি মূখ্য বিচারিক আদালতের দেওয়া এই অব্যাহতির আদেশের মাধ্যমে লিমন এখন র‌্যাবের করা দুটো মামলা থেকেই নিষ্কৃতি পেল ।

লিমনের আইনজীবী আককাস সিকদার jhalakati limon pic_54613 বলেন, ২০১১ সালের ২৩ মার্চ মাঠে গুরু আনতে গিয়ে র‌্যাবের অভিযানে গুলিতে একটি পা হারায় ঝালকাঠির রাজাপুর উপজেলার তৎকালীন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী লিমন হোসেন। র‌্যাব ওই ঘটনায় লিমনকে সন্ত্রাসী অভিযুক্ত করে সরকারি কাজে বাধা এবং অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করেছিল। লিমনের মা হেনোয়ারা বেগমও ৬ র‌্যাব সদস্যের বিরুদ্ধে লিমনকে হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছিলেন।

তবে নির্দোষ লিমনকে গুলি করে পঙ্গু করা ও তার বিরুদ্ধে র‌্যাবের দায়ের করা মিথ্যা মামলার বিষয়টি নিয়ে গণমাধ্যমে ব্যাপক লেখা-লেখির পর সারাদেশে সমালোচনার ঝড় ওঠে। পরে ২০১৩ সালের ৯ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় র‌্যাবের দায়ের করা ওই মামলা দুটো থেকে লিমনকে অব্যহতি দেওয়ার নির্দেশ দেয়। আর ওই নির্দেশের প্রেক্ষিতে গত বছরের (২০১৩ সালের) ২৯ জুলাই ঝালকাঠি বিশেষ ট্রাইব্যুনাল দ্বিতীয় আদালত থেকে র‌্যাবের দায়ের করা অস্ত্র আইনের মামলায় লিমনকে অব্যহতি দেন বিচারক কিরন শংকর হালদার। কিন্তু অপর আদালতে বিচারক পদ শূন্য থাকায় স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশের পরও সরকারি কাজে বাধা দেওয়ার মামলাটি ঝুলে থাকে ঝালকাঠি মূখ্য হাকিম আদালতে।

তবে আদালতে এসে লিমন হোসেন শীর্ষ নিউজকে বলেন, আমি এতে পুরোপুরি সন্তষ্ট না। আমাকে গুলি করে হত্যার প্রচেষ্টাকারী ৬ র‌্যাব সদস্যের যেদিন বিচার হবে সেদিনই পুরোপুরি সন্তুষ্ঠ হবো আমি।

সম্প্রতি ঝালকাঠির মূখ্য বিচারিক আদালতের বিচারক পদ পূরণ হওয়ায় বিচারক আবু শামীম আজাদ আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশের প্রেক্ষিতে সরকারি কাজে বাধা দেওয়ার মামলাটি থেকে লিমনকে অব্যাহতির আদেশ দেন। ফলে লিমন দুটি মামলা থেকেই এখন অব্যহতি পেল।