ডেস্ক : নারায়ণগঞ্জের পুলিশের ভয়ে পুকুরে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া যুবক নিলয় বাবুর লাশ চারদিন পর উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ মে) দুপুরে বন্দরের বাগবাড়ী থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত বন্দর ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রওশন ফেরদৌসকে ক্লোজড করা হয়েছে। মৃত নিলয় বাবু উপজেলার বাগবাড়ী এলাকার শোভার ছেলে।
জানা যায়, স্থানীয় এক নারীকে গলায় ছুরি ধরে টাকা নিয়ে যায়। পরে থানায় একটি অভিযোগ করা হয়। পরে পুলিশ বাবুকে ধরতে যায়। এ সময় বাবু পুলিশ দেখে চারতলা ছাদ থেকে লাফ দেয় বাবু। তার পর থেকে নিখোঁজ থাকে।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, আমরা বাবু নামে একজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। মৃতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এরই মধ্যে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে। যে বাড়িতে হামলা হয়েছিল সেখান থেকে দুজনকে আটক করে আনা হয়েছে। অভিযোগের উপর ভিত্তি করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান