বাংলার খবর২৪.কম : কক্সবাজারের রামু উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর নির্মাণাধীন স্থায়ী সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া।
বৃহস্পতিবার সকাল সোয়া ১১ টার দিকে তাকে বহনকারী বিশেষ হেলিকপ্টারটি রামু গ্যারিসনের ৩১ বীর ব্যাটালিয়ন হেলিপ্যাডে অবতরণ করে। পরে সেনাবাহিনীর স্থায়ী ক্যাম্প পরিদর্শন করেন সেনা প্রধান।
এ সময় উপস্থিত ছিলেন, ২৪ পদাতিক ডিভিশন চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল ছাব্বির আহম্মেদ, ফাঁসিয়াখালী ৬৫ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মঈনুদ্দিন মোহাম্মদ চৌধুরী পিএসসি, ৩১ বীর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাজহারুল আল-কবির খোকন, উপ-অধিনায়ক মেজর কামাল পাশা পিএসসি প্রমুখ।
এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর স্থায়ী ক্যাম্পটির নির্মাণ কাজ শেষের পথে রয়েছে। নির্মাণ শেষে সেনাবাহিনীর স্থায়ী ক্যাম্পটি উদ্বোধন করতে ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার রামুতে আসার কথা রয়েছে। এ সময় তিনি সেনাবাহিনীর একটি ডিভিশন, দুইটি পদাতিক ইউনিট, একটি পদাতিক ব্রিগেড ও একটি আর্টিলারি ইউনিটসহ পূর্ণাঙ্গ স্থায়ী সেনানিবাস উদ্বোধন করবেন বলে জানা গেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান