বাংলার খবর২৪.কম : সিলেটের দক্ষিণ সুরমায় ট্যাংকলরির ধাক্কায় কলেজবাস খাদে পড়ে এক ছাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরো ২৪ ছাত্রী।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা।
নিহত ছাত্রীর নাম রুবি বেগম। সে নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজের ছাত্রীদের নিয়ে একটি কলেজ বাস তাজপুর থেকে ক্যাম্পাসে আসছিল। সিলেট-ঢাকা মহাসড়কের সাতমাইল এলাকায় আসার পর তেলবাহী একটি ট্যাংকলরি পেছন থেকে বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
এতে বাসে থাকা ছাত্রীরা আহত হয়। তাদেরকে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে রুবি বেগম নামের একাদশ শ্রেণির এক ছাত্রী মারা যান।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরছালিন জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে। ফলে সড়কের উভয়পাশে যানজট সৃষ্টি হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান