গাজীপুর: দুই বন্ধুকে আটক করে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের ঘটনায় গাজীপুরে এক পুলিশের এএসআইকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (১৬ এপ্রিল) সকালে তাকে প্রত্যাহার করে গাজীপুর মেট্রোপলিটন সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
প্রত্যাহারকৃত পুলিশ সদস্য হলেন, গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহদাত হোসেন।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু বলেন, গত বৃহস্পতিবার রাতে দুই যুবককে আটক করে টাকা নেওয়ার অভিযোগ উঠে বাসন থানার এএসআই শাহদাত হোসেনের বিরুদ্ধে।
পরে শনিবার সকালে তাকে বাসন থানা থেকে প্রত্যাহার করে গাজীপুর মেট্রোপলিটন সদরদপ্তরে সংযুক্ত করা হয়।
ভুক্তভোগীরা জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নস্করচালা এলাকার মনির হোসেন ও আলফাজ হোসেন নামে দুই বন্ধু নতুন মোটরসাইকেল নিয়ে গাজীপুরের মোল্লাপাড়া এলাকায় বেড়াতে যায়।
ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় পৌঁছালে বাসন থাকার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহদাত হোসেন, কনস্টেবল নোমান ও মিন্টু তাদের গতিরোধ করে। পরে তারা তাদের মোটরসাইকেলের কাগজপত্র যাচায়ের নামে দেহ তল্লাশিসহ নানা ভাবে হয়রানি করে। এছাড়া মামলা দিয়ে গ্রেপ্তারের ভয়ভীতি দেখায়। দুই কনস্টেবল তাদের পকেটে থেকে ৬ হাজার ৮০০ টাকা নিয়ে নেয়। পরে তাদের বাড়িতে খবর দিয়ে আরও টাকা আনতে বলে। খবর পেয়ে রাতেই মনির ও আলফাজের পিতা সেখানে যায়। পরে আরও ৬ হাজার টাকা দিলে তাদের ছেড়ে দেওয়া হয়।
তারা আরও জানায়, মোটরসাইকেল ক্রয়ের রশিদও তাদের সঙ্গে ছিল। সেটি দেখালেও পুলিশ নানা ভাবে ভয়ভীতি দেখায় তাদের।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার প্রত্যাহারকৃত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহদাত হোসেন বলেন, আমি তাদের কাছ থেকে কোনো টাকা নেইনি। এসব মিথ্যা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান